ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে বিদ্রোহী গ্রুপ আরসার ০৬ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক।

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে র‍্যাব-১৫ ও ৮-এপিবিএন এর যৌথ অভিযানে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসা ( ARSA) এর ০৬ সক্রিয় সদস্য আটক করেছে বলে র‍্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (২৪ ফ্রেবুয়ারি) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ( ২৩-ফেব্রুয়ারী) সকাল ৭ টা ২০ মিনিটের দিকে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উখিয়া থানাধীন ০৫নং পালংখালী ইউপিস্থ ময়নারঘোনা পুুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকস্থ সদস্য আবুল ফয়েজ এর দোকানের সামনে অস্ত্র-গুলি সহ কতিপয় দুষ্কৃতিকারী, পরে জানা যায় আরসার সক্রিয় সদস্য অবস্থান করছে। র‍্যাব-১৫ ও ০৮-এপিবিএন এর যৌথ অভিযানে আমির হাকিম এর ছেলে মোহাম্মদ আরব(২৪), আবদুল মোতালেব এর ছেলে মোহাম্মদ নূরু (৩১), মোঃ ছালেহের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৩), আবদুল গাফফারের ছেলে হারুন (২৮), মৃত আবদুল হামিদের ছেলে হাফিজুল আমিন (২৫) ও জাহিদ হোসেনের ছেলে হামিদ হোসেন (২২)-কে আটক করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে আটক মোহাম্মদ আরব এর নিকট হতে ০১(এক)টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, আটক মোহাম্মদ নূরু এর নিকট হতে ০১(এক) রাউন্ড গুলি, মোহাম্মদ ইউনুছ এর নিকট হতে ০১(এক) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিগণ পরস্পর যোগসাজসে অবৈধ দেশীয় অস্ত্র-গুলি দিয়ে শরণার্থী ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সুবিধাদি আদায়ের লক্ষে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল।

উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ বর্ণিত আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।