আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজারের পরিবেশগত অবস্থা মূল্যায়ন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা শনিবার ( ৪-মার্চ-২০২৩) কলাতলীস্থ ইউনি রিসোর্ট নামক তারকা মানের এক হোটেলের সম্নেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেব্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট পরিবেশবিদ জনাব শরীফ জামিল। এতে সভাপতিত্ব করেন বাপা কক্সবাজার শাখার সম্মানিত সভাপতি, জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাপা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি এইচ এম এরশাদ, ইংরেজি দৈনিক ডেইলী ইন্ডাস্ট্রি এর কক্সবাজার প্রতিনিধি ফরিদুল আলম শাহীন, সিনিয়র সাংবাদিক আহমেদ গিয়াস, দৈনিক কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক ইমাম খাইর, ওয়াটার কিপার্স বাংলাদেশের গবেষক ইকবাল ফারুক, বাপা উখিয়া উপজেলা সভাপতি, দৈনিক ইনকিলাব এর উখিয়া প্রতিনিধি, বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি সাংবাদিক এম আর আয়াজ রবি, পরিবেশ নেতা দোলন ধর, পরিবেশ সংগঠক ইরফানুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা নিজ নিজ উপজেলার পরিবেশের পরিস্থিতি তুলে ধরেন।