আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া ডাম্পারের চাপায় প্রাণ গেলো মো: ইদ্রিস (৪৮) নামের এক পথচারীর।
শনিবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কের কোটবাজারের স্টেশনের তুতুরবিল রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো: ইদ্রিস লোহাগাড়ার বড় হাতিয়া এলাকার বাগিচা পাড়া গ্রামের সুলতান আহমদের পুত্র। তিনি গ্লোব সফট ড্রিংকস লিমিটেড ও এএসটি বেভারেজ লিমিটেডের পণ্য রয়েল টাইগার এর উখিয়া এরিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মো: ইদ্রিস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উখিয়া গামী দ্রুতগতির একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।