আইকন নিউজ ডেস্কঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুংধুম এলাকায় অবৈধ ইট ভাটায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ। সাথে ছিলেন, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব, বিজিবি, পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, পরিবেশ আন্দোলনের নেতা-কর্মী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।
সোমবার (৬-মার্চ-২০২৩) সকাল ১০ টা থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। নাইক্ষ্যংছড়ি ঘুংধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় অবস্থিত আবুল কালাম মেম্বারের KRE ইটভাটায় প্রথমে অভিযান পরিচালনা করা হয়। পরে একই এলাকায় মোঃ হারেসের মালিকানাধীন KRS ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। KRS ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইট ভাটায় ইট প্রস্তুত কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। পরে পাত্রাঝিরি এলাকায় অবস্থিত মিলন মিস্ত্রি ও অনিত্য বড়ুয়ার মালিকানাধীন ইটভাটায় অভিযান পরিচালনা করে গুটিয়ে দেওয়া হয়।
অভিযানে বান্দরবান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়াও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিষ্ট আবদুস সালাম, র্যাব-১৫ এর লেফট্যানান্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী, উখিয়ার সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার ইমদাদুল হক, র্যাব ও বিজিবি সদস্য, ঘুমধুম পুলিশ ফাড়ির পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা।
অভিযান শেষে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফকর উদ্দিন চৌধুরীর সাথে আলাপকালে তিনি জানান, বান্দরবান জেলায় পরিবেশ ছাড়পত্রবিহীন, প্রশাসনের অনুমতিবিহীন অনেক ইটভাটা রয়েছে। প্রত্যেক বছর এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তেমন সফলতা পাওয়া যায়নি। তাই এ বছর তাদের বিরুদ্ধে ভিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এভাবে বান্দরবানে অবস্থিত সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।