ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসে মা হল একপাগলী, কিন্তু সন্তানের বাবা হয়নি কেউ!

admin
মার্চ ৮, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ
(চাঁপাইনবাবগঞ্জ থেকে)

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শয্যায় উসকোখুসকো এক মধ্যবয়সী নারী শুয়ে আছে। তার পাশে বুক জুড়ে আছে ফুটফুটে এক নবজাতক। ঐ নারী নবজাতকের দিকে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছে,আর ইতিবাচক নানান ফন্দি ফিকির করে গায়ে হাত বুলিয়ে আদর করছে। হাসপাতালের ওই নারীর শয্যার পাশে আরও কয়েকটা শয্যার রোগী ও তাদের স্বজনরা নবজাতকটার দিকে কৌতুহল দৃষ্টিতে তাকিয়ে। আর বলছে,বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। আজ ৮-মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে পাগলিটা মা হলেন, মাগর বাচ্চাটার বাবা হলনা কেউ!

অত্র প্রতিবেদক, হাসপাতাল গিয়ে সরেজমিনে উপরোক্ত দৃশ্য দেখতে পান।

সুত্রে আরও জানা যায়-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে ঐ নারী পাগলির প্রসব বেদনা ওঠে। স্থানীয়রা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীকে ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চায় ওই নারী কন্যা সন্তানের জন্ম দেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আলমগীর বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি ঐ নারী পাগলীর প্রসব বেদনায় ছটফট করছে। পরে একটি অটোরিক্সাযোগে তড়িঘড়ি করে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে পেরেছি ওই নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন পুলিশ ওই নারীকে সার্বিক সহযোগিতা করছেন এছাড়াও নিজেই তার সার্বিক সহযোগিতার মাধ্যমে মানবতার পরিচয় দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।