ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসকের উপস্থিতিতে,উখিয়ায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

admin
মার্চ ২৪, ২০২৩ ৪:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজার জেলা প্রশাসকের উপস্থিতিতে উখিয়া উপজেলা প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (২৩-মার্চ-২০২৩) জেলা প্রশাসক কক্সবাজার এর উপস্হিতিতে ইউএনও কনফারেন্স রুম উখিয়ায়, উক্ত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উখিয়া ও টেকনাফ অন্যান্য উপজেলার চেয়ে খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোহিঙ্গাদের বসবাস রয়েছে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সব বিষয়ে আলোচনা করে সমাধানের পথ বের করা হবে।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সালেহ আহমদ,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল হুদা,ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ,ইউপি চেয়ারম্যান এস এম সৈয়দ আলম , ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী , স্বাস্থ্য কর্মকর্তা, ডেন্টাল সার্জন,
উপজেলা ইন্জিনিয়ার, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিজিএম পল্লী বিদ্যুৎ , উপজেলা নির্বাচন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা,পিআইও,
মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কক্সবাজার উখিয়া থানা পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।