মফিজ উদ্দিন, পালংখালী উখিয়া।
আজ সোমবার, পহেলা মে ‘মহান মে দিবস’।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এই মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিনটিতে, বাংলাদেশেও আজ সরকারি ছুটি।
পালংখালী রাজমিস্ত্রী কল্যাণ সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ৩৫৮৪,” নিবন্ধন হয় ২০১৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিরল দৃশ্যমান ভূমিকা পালন করে আসছে। সব ধরনের জাতীয় দিবস পালন করেন এই সমিতি। এরই ধারাবাহিকতায় আজ পালন করেন জাতীয় শ্রমিক দিবস এই দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভার আয়োজন করেন।
আজকের রেলী ও আলোচনা সভায়
অত্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায়, মোঃ জমির উদ্দিনের সভাপতিত্বে, পালংখালী ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফফর আহমদ (সওঃ) বিশেষ অতিথির উপস্থিতির মধ্যে উপস্থিত ছিলেন দানু মিয়া চৌধুরী ,সাবেক, সভাপতি থাইংখালি বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ, আবুল আলা হেলালী সাবেক, সাধারণ সম্পাদক থাইংখালি বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ ,শামসুল আলম (সওঃ) সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, মুফিজুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ,শামসুল আলম (সওঃ) বিশিষ্ট ব্যবসায়ী , মোঃ আলম মিস্ত্রী বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা নির্মাণ শ্রমিক সদস্য, তাজ উদ্দিন বিশিষ্ট জমিদার ও ব্যবসায়ী, কোষাধ্যক্ষ নুরুল আলম সহ অত্র সমিতির সকল সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোজাফফর আহমদ (সওঃ) বলেন এই সমিতির কার্যক্রম স্বচ্ছ ও উন্নয়ন মূলক তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে আমি স্বাগত জানায়।
সভাপতির বক্তব্যে মোঃ জমির উদ্দিন বলেন সমিতির কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রেখে সকল সদস্যদের সাথে নিয়ে সমিতির উন্নয়ন মূলক কাজ করতে সক্ষম হয়েছি আগামীতেও আর দৃঢ় ভাবে ভূমিকা পালন করে যাব।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আবুল আলা হেলালী, তিনি বলেন সকল শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বক্তব্য রাখেন মুফিজুল ইসলাম, তাহার বক্তব্যে তিনি বলেন সকল শ্রমিকদের ৮ ঘন্টা কর্ম ঘন্টা নির্ধারণ হয় রাজমিস্ত্রীর শ্রমিকদের জন্যে কেন এই নিয়ম মানা
হয় না অন্যান্যরা শ্রমিক এরা কি শ্রমিক নয় । রাজমিস্ত্রীরা কাজ করবে ৮ ঘন্টা
এর চেয়ে বেশি সময় কাজ করলে আলাদা টাইম নির্ধারণ করে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে, তিনি আরো বলেন স্থানীয় শ্রমিক থাকতে রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না এইটা তাদের
ন্যাজ্য অধিকার।
বক্তব্য রাখেন শামসুল আলম বিশিষ্ট ব্যবসায়ী তাহার বক্তব্যে তিনি বলেন আজকের মে দিবসে সকল দোকান শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করেন।
আরো বক্তব্য রাখেন মোঃ আলম মিস্ত্রী তিনি বলেন আমরা স্থানীয় শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাব।
এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।