আইকন নিউজ ডেস্কঃ
থাইংখালী বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্মানিত ভোটার ও এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হয়ে-
“যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হ্রদয়ে-
হবে হবেই দেখা,দেখা হবে বিজয়ে” এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারন করে আগামী ১৭-মে তারিখে অনুষ্ঠিতব্য থাইংখালী বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ১০৪১/০৬ কক্স,) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাষ্টার নূরুল বশর (বি,এ) সকলের দোয়া ও সম্মানিত ভোটারবৃন্দের সমর্থন ও রায় কামনা করেছেন। তিনি মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ (ওমর ফারুক মার্কেট, রহমতের বিল রোড়, থাইংখালী বাজার) এর স্বত্বাধিকারী।
তিনি মনে করেন-‘উন্নয়ন ও সমৃদ্ধির পূর্ব শর্ত হলো মেধা, যোগ্যতা, সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠতা। তিনি আরো মনে করেন-
”টাকা নয়, ব্যবসায়ীদের উন্নয়নে বিশ্বাসী’।
মাস্টার নুরুল বাশার এর আহবান:
সুপ্রিয় থাইংখালী বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সর্বস্থরের ব্যবসায়ী বন্ধুগন,ও শুভানুধ্যায়ী স্বজন আসসালামুয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ,অন্যান্য ধর্মাবলম্বীদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাই।
বন্ধুরা: আগামী ১৭/০৬/২০২৩ইং রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত অত্র সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে আমি মাষ্টার নূরুল বশর আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সমিতির গুরুত্বপূর্ণ পদ”সাধারণ সম্পাদক”পদে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছি।
প্রিয় সহযোদ্ধা ব্যবসায়ী ভাইগন:
আপনরা নিশ্চয়ই অবগত আছেন যে, উখিয়া উপজেলার স্বনামধন্য থাইংখালী বাজারটি বর্তমানে খুবই নাজুক ও বেহালদশায় অবহেলিত এবং জর্জরিত। বাজারের ৩২০জন সম্মানিত সদস্য সমিতির অন্তর্ভুক্ত হলেও আরো অনেক ব্যবসায়ী ভাইগন রুটি-রুজির তাগিদে সকাল-সন্ধ্যা রাত অবধি বসে আছেন ক্রেতা-বিক্রেতার প্রত্যাশায়। কিন্তু বাজার অব্যবস্থাপনা, অনিয়ম, রেষারেষি,ক্রেতা নিয়ন্ত্রণ সহ সর্বোপরি সর্বস্থরের সমন্বয়হীনতার প্রভাবে থাইংখালী বাজারের এইবেহাল দশা ব্যবসায়ীদের মাথায় হাত।
সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুরা:
উপরোক্ত সমস্যা সমূহ আসলেই সাধারণ সমস্যা নয়,বাজারকে সচল করতে হলে,বাজারের গতিশীলতা ফিরিয়ে আনতে হলে এবং থাইংখালী বাজার কে একটি আধুনিক ও মড়েল বাজারে রূপান্তরিত করতে আমাদের সকলের একহয়ে কাজ করতে হবে, আদর্শিক,সৎ,দক্ষ, এবং যোগ্যতাসম্পন্ন জবাবদিহিতা মূলক পরিচালনা কমিটির প্রয়োজনীয়তা এখানে অপরিহার্য।
আমি অত্র সমিতির একজন সচেতন সদস্য হিসেবে সমিতির উন্নয়নের চাকা গতিশীল করা, সদস্যদের আমানত সংরক্ষণ করা, এবং ক্রেতা সাধারণের নিরাপত্তা সংরক্ষণ ইত্যাদি দায়িত্ব গুলো পরিপূরণ করার জন্য একটি শক্তিশালী দক্ষ কমিটির প্রয়োজনবোধ করছি। সুতরাং আমি এসব কাজে সকলের সাথে সমন্বয় পোষন করে দায়িত্ব পালন করতে নিজের মেধা,যোগ্যতা এবং দক্ষতাকে সর্বাধিক কাজে লাগাতে আত্বনিয়োগের প্রত্যয় ঘোষনা করছি, এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছি।
আশাকরি মহান আল্লাহর অসীম রহমত ,আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন আমার “আনারস”প্রতীক নির্বাচনী মাঠে জয়ী হবে ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধুরা: আমার নির্বাচনী ইশতেহার গুলো হবে,সততা,যোগ্যতা,দক্ষতা, আমানতদারিতা, জবাবদিহিতার,সমন্বয়ে এবং উন্নয়নের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে:
আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে যে কাজ গুলো বাজারে সন্নিবেশ করতে প্রতিজ্ঞাবদ্ধ:
(১)সকলের সমন্বয়ে পূর্ণ মতামতের ভিত্তিতে একটি দক্ষ ও শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন।
(২)বাজারের সর্বসাধারণের সুবিধার্থে পয়ো:নিস্কাসন এবং টয়লেট স্থাপন।
(৩)বাজারের সর্বপ্রকারের ক্রেতা বিক্রেতার সুপেয় পানি সরবরাহের জন্য একটি গভীর নলকূপ স্থাপন।
(৪)বাজারে ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনা-বেচা-করতে পারে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করন।
(৫)থাইংখালী বাজারের পূণর্জীব্বিতকরনের লক্ষ্যে বাজারের ইজারা ব্যবস্থার পদক্ষেপ গ্রহন।
(৬)যেহেতু বৃহত্তর থাইংখালীর আওতায় সাড়ে আটটা ক্যাম্পের মুখ সেখানে প্রতিনিয়ত কাঁচামাল সহ যেসব পন্য সরবরাহ হয়ে থাকে তা সহজিকরনে থাইংখালী বাজারে প্রাপ্তি নিশ্চিতকরণে কাঁচামালের আড়ৎ /বাজার স্থাপন করা।
(৭)খুচরা বাজার সহজিকরনে পাইকারি বাজার তৈরিতে প্রচেষ্টা জোরদার।
(৮)স্থানীয় বহিরাগত বৈষম্য নিরসনে বাজার ব্যবসায়ী কল্যাণ নিশ্চিত করন।
(৯)সমিতির সদস্যদের পূঁজি স্বল্পতা ও বিনিয়োগ বৃদ্ধি করনে সহজশর্তে সুদবিহীন ঋণের প্রচলন করা।
(১০)একটি শক্তিশালী ও দক্ষ বিনিয়োগ ও ক্রয়-বিক্রয় এবং যাচাই-বাছাই কমিটি গঠন করা।
(১১) সমিতির তহবিল মজবুত করনের লক্ষ্যে মাসিক ফি:প্রবর্তন এবং যথাসময়ে আদায়ের ব্যবস্থা গ্রহন করা।
(১২)সমিতির সকল সদস্যদের আস্থা ও বিশ্বাস নিশ্চিত করনে মাসিক/দ্বি-মাসিক/থ্রৈ-মাসিক সভা আহ্বান করা।
(১৩)সমিতির গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক, যুগোপযোগী, শক্তিশালী এবং সমবায় গঠনতন্ত্র/সংবিধান প্রনয়ন করা।
(১৪)বাজারের নি:ছিদ্র নিরাপত্তা জোরদারে নিরাপত্তা কর্মী ও ক্যামেরা স্থাপন করা।
(১৫)বাজারের পরিস্কার -পরিচছন্নতা ,দূর্গন্ধ , আবর্জনা ইত্যাদি বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
(১৬)সমিতির সদস্য বা পরিবারের কেউ মারাত্মক রোগ, দূর্ঘটনায় পতিত হলে সাম্যক সহযোগিতা করা।
(১৭)সমিতির সদস্য/পরিবারের ছেলে-মেয়েদের উচচতর পড়া-লেখার সহায়তা বৃত্তি প্রদানের ব্যবস্থা করা।
(১৮)সমিতির সদস্যদের বিনোদনের জন্য বার্ষিক বনভোজন/শিক্ষা ভ্রমণের আয়োজন করা।
(১৯)সমিতির সদস্যদের মাঝে যারা হিসাব-নিকাসে দূর্বল তাদের জন্য রি-ফ্রেসার্স কোর্সের ব্যবস্থা করা।
(২০)সমিতির সদস্যদের ঈদ,পার্বন ও পূজায় সম্ভবপর একটা প্রনোধনা/উৎসব বোনাস প্রদানের ব্যবস্থা করা।
*সর্বোপরি একটি আধুনিক, আদর্শিক এবং গঠনমূলক মড়েল সমিতি হিসেবে রূপদানে আমি
-মাষ্টার মুহাম্মদ নূরুল বশর , আনারস প্রতীকে আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।