নিজস্ব প্রতিবেদক
আগামী ১৭ ই জুন ঐতিহ্যবাহী থাইংখালি বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর দ্বি বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনকে ঘিরে তুমূল আলোচনা। ৩২০ জন ব্যবসায়ীদের নির্বাচন তাদের ৩ বছরের জন্য নেতা নির্বাচিত করার প্রতিযোগিতায় শীর্ষে মনজুর আলম।
নির্বাচনকে ঘিরে এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ। স্ব স্ব পদের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করছেন থাইংখালী বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী মনজুর আলম।
১৭ ই জুনকে সামনে রেখে প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করেছেন। এই বাজার সমিতির নির্বাচন স্থানীয় ভাবে রাজনীতিতেও প্রভাব বিস্তার করে থাকে। ভোটাররা চাচ্ছেন প্রকৃত দুঃসময়ে ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যাদেরকে সক্রিয় ভাবে পাওয়া যায় তাদেরকেই নির্বাচিত করবে ।
তার মধ্যে অন্যতম হল মনজুর আলম।
তাহার পিতা নুরুল ইসলাম (সওঃ) চাঁচা ফজল করিম (সওঃ) ও চাঁচা আবদুল্লাহ (সওঃ) ওনাদের পূর্ব পুরুষেরা এই বাজারে ব্যবসা করে আসছে। প্রার্থী মনজুর আলম থাইংখালি মনজুর ষ্টোরের স্বত্বাধীকারী তিনি একজন সুপার সপ হোল স্যালার ব্যবসায়ী ও বটে সৎ ন্যায়পরায়ন ও পরউপকারী দানশীল ব্যক্তি বলে আক্ষায়ীত করে স্থানীয় সাধারণ মানুষ।
বাজার সমিতির সদস্যদের মধ্যে অনেকেই সন্তুষ্টির প্রকাশ করে বলেন আমাদের দরকার শুধু সৎ সাহসী ন্যায়পরায়ন আমানত রক্ষাকারী একজন নেতা যাহা মনজুর ভাইয়ের ভিতরে রয়েছে আমরা ওনাকে আমাদের নেতা হিসেবে চাই ।
মনজুর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি সদস্যদের অনুরোধে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করছি , আল্লাহর রহমতে সকলের শতপূর্ত ভাবে সাড়া পাচ্ছি ।আমি এইটা জেনে আনন্দিত ওঁরা আমাকে এই পদের যোগ্য মনে করছেন। আমি বাজার সমিতির উন্নয়নে সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি রাখছি মহান আল্লাহ যেন আমাকে আপনাদের সেবায় সর্বদায় নিয়োজিত থাকার সুযোগ করে দেন। আপনাদের পছন্দের মার্কা মোটরসাইকেল আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি, আগামী ১৭ তারিখ আপনাদের রায়ের মাধ্যমে বাজারের সুদিন ফিরে এনে সকল ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতে চাই।
মনজুর আলমের নির্বাচনী ইশতেহার !
(১)থাইংখালী বাজার সুসৃঙ্খলভাবে পরিচালনার জন্য সকল সদস্যদের সমন্বয়ে একটি
সংবিধান- নীতিমালা প্রণয়ন করা।
(২) ব্যবসায়ী ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ।
(৩) ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করন।
(৪) বাজার কমিটির একটা স্থায়ী
অফিস প্রতিষ্ঠা করা।
( ৫) স্থায়ী প্রশাসন ও স্থানীয় সরকারের সাথে সমন্বয় পূর্বক বাজারের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা ।
(৬) বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা। (৭) বাজার পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার নিমিত্তে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের মাধ্যমে বাজারের ময়লা আবর্জনা দুরীকরন ও পরিষ্কার করা।
(৮) স্থানীয় সরকার ও বিভিন্ন দাতা সংস্থার সাথে সমন্বয় রেখে ল্যাম্প লাইট স্থাপন করা।
(৯) নিরাপত্তা নিশ্চিত জোরদার করনের জন্য গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন পয়েন্টে সি সি ক্যামেরা স্থাপন।
( ১০ ) প্রতিবছর সমিতির সকল সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা বার্ষিক বনভোজন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা এবং উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তা ও সফল ব্যবসায়ীদের বিশেষ সম্মাননা প্রদান করা।
( ১১) জানজট নিরসনের জন্য পার্কিং ব্যবস্থা ও লাইনম্যান ব্যবস্থা।
(১২) বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
(১৩) বাজার জমজমাট করার লক্ষ্যে আড়ৎ / পাইকারি বাজার স্থাপনের পাশাপাশি পাইকারী ব্যবসায়ীদের মনুযোগ আকর্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
(১৪) পাশ্ববর্তী বাজার কমিটির সাথে সমন্বয় সাধন করে বাজার পরিচালনা ও গতিশীল করা।