ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

admin
জুন ২, ২০২৩ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজার উখিয়ায় অবস্থিত শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

এসময় টেকনাফের হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকার মৃত ইসলামের পুত্র শফিউল্লাহ (৩৫) কে আটক করা হয়।

সুত্রে জানা যায়, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালী কাষ্টমস এলাকায় উখিয়ামুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইকের ড্রাইভিং সিটের ডান পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্সে অভিনব কায়দার লুকানো অবস্থায় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো: সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি যোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।