আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া পালংখালীতে শরিফা আক্তার (১৮) নামক এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
সোমবার ( ১২- জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আশারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শরীফা ঐ গ্রামের জনৈক শাকের আলীর মেয়ে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, শরীফা উখিয়া বঙ্গমাতা কলেজের ছাত্রী ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শরীফা গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার যেকোন সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরে তার আত্মীয় স্বজন বিষয়টি বুঝতে পেরে উখিয়া থানায় খবর দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শরীফা ঠিক কী কারনে আত্মহত্যা করেছে জানা না গেলেও পারিবারিক কলহে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।