ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

২ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ

admin
জুন ১৩, ২০২৩ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় ০২ (দুই) হাজার পিস ইয়াবাসহ এক ইজিবাইক চালককে আটক করেছে শাহ্‌পুরী হাইওয়ে পুলিশ।

সোমবার (১২ জুন ২০২৩) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উলচামরী হ্নীনা এলাকার মোঃ মাইন উদ্দিন (২৫)।

সুত্রে জানা যায়, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারমুখী লেনের গয়ালমারা নামক স্থানে শাহপুরী হাইওয়ে পুলিশের একটি দল, টহল ডিউটি করাকালীন সময় এক ইজিবাইক চালক হাইওয়ে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই/জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উক্ত ইজিবাইক চালককে আটক করেন। এসময় তার ইজিবাইক তল্লাশি করে ০২(দুই) হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।