ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাচারকালে অস্ত্র ও বুলেটসহ ২ জনকে আটক

admin
জুন ১৫, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটক যুবকরা হচ্ছে, ক্যাম্প-৩, ব্লক-৩৬ এর রশিদ উল্লাহর ছেলে আবু বক্কর (৩০) ও ক্যাম্প-৪, ব্লক-২ এর আমিন হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০)।

বুধবার (১৪-জুন) বিকালে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করার উদ্দেশ্যে বহন করা অবস্থায় দু’জন অস্ত্র ব্যবসায়ী যুবককে উখিয়া কোট বাজার এলাকায় আটক করতে সক্ষম হয়। এ সময় দেহ তল্লাশি করে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই রোহিঙ্গা বলে জানা যায় এবং তারা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার কাজে নিয়োজিত বলেও স্বীকার করে। গ্রেফতার যুবক ও আটক অস্ত্রশস্ত্রসহ তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।