ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া ইনানী পাটুয়ারটেকে গলাকাটা লাশ উদ্ধার

admin
জুন ১৬, ২০২৩ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক বীচ এলাকায় একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫-জুন) সকাল সাড়ে ১০টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর পাটুয়ারটেক বীচে একটি গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তাৎক্ষণিক মৃত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কোনো কাপড় ছিলো না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাটুয়ারটেক বীচ এলাকায় সমুদ্র থেকে ভেসে আসা এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে ইনানীর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ শাহাজাহান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যাইনি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।