ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ

admin
জুলাই ১৫, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ। নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় এসব পার্ক ও খেলার মাঠ বাস্তবায়নে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। প্রায় ১২.৪৫ একর সরকারি খাস জমিতে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কর্ণফুলী লুকআউট’। এখানে পার্ক ও খেলার মাঠ গড়ে উঠলে কর্ণফুলী নদীর তীর দখল ও দুষণের কবল থেকে রক্ষা পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, এ পার্কে থাকবে ফেরিস হুইল (বিশালাকার নাগরদোলা)। থাকবে কিডস্ জোন থেকে শুরু করে বিনোদনের নানা উপকরণ। প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। প্রকল্পটি হবে কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে বিআইডব্লিউ ঘাট থেকে সদরঘাট পর্যন্ত। পার্কের পাশাপাশি থাকবে খেলার মাঠও। এ ছাড়া চিত্তবিনোদনের জন্য টেনিস, বাস্কেটবল, ভলিবল কোর্ট, ক্লাব হাউস তৈরি করা হবে। থাকবে- মুক্তমঞ্চ, বোট মিউজিয়াম, কিডস্ জুন, ফুট কোর্ট, পার্কিং, পিকনিক স্পট ও ওয়াকওয়ে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।’
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রীণ জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।’
এদিকে, বুধবার (১২ জুলাই) পার্ক ও খেলার মাঠ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।