ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২, ট্রাক আটক

admin
জুলাই ১৬, ২০২৩ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অভিযানে ৫ হাজার ইয়াবা সহ দু’জনকে গ্রেফতার করেছে শাহপুরী হাইওয়ে পুলিশ।

রোববার (১৫-জুলাই-২০২৩) রাত সাড়ে ৯ টার উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কদলাতলী উঠনতি নামক স্থানে কক্সবাজারমুখী একটি খোলা ট্রাক থেকে ইয়াবাগুলো উদ্ধার করে শাহপুরী হাইওয়ে পুলিশ।

রাতে হাইওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-শাহপুরী হাইওয়ে থানার এসআই (নিঃ)সুমন তালুকদার, এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কদলাতলী উঠনতি নামক স্থানে কক্সবাজারমুখী একটি খোলা ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরীকৃত প্যাকেটের মধ্যে হতে ৫০০০ (পাঁচ হাজার)পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করেছেন। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় হলেন, মৃতঃ লাল মিয়ার পুত্র আয়নাল মিয়া (৪২)।মৃত সামাদ মিয়ার পুত্র মোঃআব্দুর রাজ্জাক(৫২)। উভয়ের বাড়ী রংপুর বিভাগে বলে জানা যায়। পরে ইয়াবা বহনে নিয়োজিত খোলা ট্রাক’টিও থানায় আটক করা হয়।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।