ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় বনবিভাগ কর্তৃক সংরক্ষিত বনাঞ্চলের ৫ একর জায়গা উদ্ধার

admin
জুলাই ১৮, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া রে‌ঞ্জের দৌছড়ি বি‌টের খয়রাতিপাড়ার মাহফুজের ঘোনা নামক এলাকায়
বন বিভাগের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত ৫ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, ভালুকিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আলম, ওয়ালা বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি। এ অভিযানে অবৈধ ভাবে জবরদখলকৃত বন বিভাগের জায়গা উদ্ধার পূর্বক আনুষ্ঠানিক ভাবে গাছের চারা রোপণ করে দখলে নেয় বলে বনবিভাগসুত্রে জানা যায়।

সুত্রে আরো জানা যায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটের রাজাপালং মৌজার ১১০৫৭ দাগে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী গ্রামের সিরাজ আহমেদের পুত্র মো. বেলাল মোস্তাফা কর্তৃক জবর দখলে ছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে বন আইনের মামলা করা হয়েছে, যার (মামলা) নং: ১৬ দৌ/উখি ৫৯ অব ২০২১-২২।

দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি মাত্র ৭ মাস আগে উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটে যোগদান করি। যোগদানের পর থেকেই জবর দখলকৃত বনভূমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে এরুপ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে এবং এখানে আকাশ মনিসহ অন্যান্য জাতের ৫ হাজার চারা রোপণ করা হয়েছে। আকাশ মনি ছাড়াও জাম, চাপালিশ, আমলকি, বহেরা, হর্তকি, মেহগুনি গাছের চারা রোপন করছি।

তিনি আরও বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। ভূমি জবরদখল, বন অপরাধ দমনে তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, গত দুই বছর যাবৎ টেকনাফের মোঃ বেলাল মোস্তাফা অবৈধভাবে বনবিভাগের জায়গা দখল করে ভোগদখল করে আসছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।