আইকন নিজস্ব প্রতিবেদক:
গতকাল, ১ আগস্ট (রোজ মঙ্গলবার) স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ‘নারী শক্তি প্রকল্প’ এর আওতাধীন সেলাই কাজে দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক ৩ মাস বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সের অরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষ্যে এক প্রোগ্রামের আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান কার্যালয়ে ভবনে অনুষ্ঠিত হওয়া প্রোগ্রামটির সভাপতিত্ব করেন, হাসিমুখ ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার।
হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি মো: জাহেদের সঞ্চালনায় অনুষ্টিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা ‘হেলপ’ কক্সবাজার এর নির্বাহী পরিচালক ও উখিয়া সিবিও এনজিও এ্যালায়েন্স এর চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হোসাইন, নাছির আহমদ ও আতাউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি সংস্থা ‘হেল্প’ এর নির্বাহী আবুল কাশেম বলেন, নারীর ক্ষমতায়নে স্হানীয় সিবিও এনজিও সংস্থা গুলোকে সম্পৃক্ত করা উচিত। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দু:খ-দারিদ্র্যক্লিষ্ট, অবেলিত, নিপীড়িত ও নির্গৃহীত নারীসমাজের মুক্তি ও কর্মক্ষম করে গড়ে তোলার জন্য কমিউনিটি বেইজড অর্গানাইজেশন ও বেসরকারি সংস্থা ( এনজিও) গুলোর সমন্বিত উদ্দ্যোগের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, এর পাশাপাশি উখিয়া টেকনাফে হোস্ট কমিউনিটির জন্য বরাদ্ধ ২৫% অংশ সুষম বন্টনের অংশ সিবিও এনজিও এলায়েন্স এর মাধ্যমে বাস্তবায়নের প্রতি জোর দাবি জানান।
উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ নারীর ক্ষমতায়নে সরকারি বেসরকারি পর্যায়ের অনুদানগুলোকে সুষ্ঠুভাবে বন্টনের প্রতি জোর দাবির জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে, হাসিমু ফাউন্ডেশনের উক্ত প্রকল্পের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য নির্ধারণ করা হয় ‘স্বনির্ভর নারী সমাজ গঠন’। সংগঠনের ট্রেইনিং সেন্টারে দক্ষ প্রশিক্ষক দ্বারা দীর্ঘ ৩ মাস সম্পূর্ণ বিনামূল্যে এই সেলাই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করা হবে।
অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত নারীরা নিজেদের সুবিধা ও তাদের ভবিষ্যৎ কর্মমুখী করার সুযোগ তৈরী করে দেয়ায় হাসি মুখ ফাউন্ডেশন ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।