আইকন নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন দোছড়ি বিটের দক্ষিণ হরিণমারা সংরক্ষিত বনভূমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের সময় দুটি মেশিন জব্দ করেছে উখিয়া রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
গত বুধবার (২ আগস্ট) দুপুরে দক্ষিণ হরিণমারা লম্বা নুরুল আলমের ঘোনা এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাজাপালং ইউপি’স্থ হরিণমারা নামক স্থানের হোসেন আলীর পুত্র সাবেক মেম্বার শাহজাহান (৩৪) ও শাহ আলম (৪৫), সৈয়দ করিমের পুত্র আনোয়ারুল ইসলাম(৩৫), আবদুল আজিজের পুত্র সৈয়দ হোসেন (৪৫), মৌলভী আবুল কাশেমের পুত্র শহীদুল্লাহ (৩০), আজিজুল হকের পুত্র শাহাবুদ্দিন (৩৫)সহ অন্যান্য দুষ্কৃতকারী ও পাহাড় খেকো সিন্ডিকেট চক্রের প্রভাবশালী সদস্য মিলে দীর্ঘদিন যাবত সংরক্ষিত বনভূমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছিল। এসব অবৈধ কর্মকান্ডের সাথে খাল ইজারা গ্রহীতা জড়িত রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রশাসনের অগোছরে দিনে ও রাতে-প্রথমে খাল সংলগ্ন সংরক্ষিত বনভুমির পাহাড়কে ড্রেজার মেশিন দিয়ে কেটে সাবাড় করে খালে ফেলে। পরে সংশ্লিষ্ট ইজারা নেওয়া খাল থেকে অনেকটা বৈধ মনে করে বালি উত্তোলন করে দেদারসে বিক্রি করছে। যেহেতু খাল ইজারা নেওয়া আছে, সেই ইজারার সাইন বোর্ডকে শো করে আশে পাশের পাহাড় কেটে সাবাড় করে তারা এসব অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ বছর অনিয়মিত বর্ষা হবার কারণে ইজারাকৃত খালে পরিমানমত বালি না থাকার কারণে তারা এসব অবৈধ পন্থা অনুসরণ করছে বলে অনেকেই ধারণা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উখিয়ার দরগাহবিল, পালংখালীসহ বিভিন্ন এলাকায় পাহাড় খেকোরা অবৈধভাবে বিভিন্ন মেশিনারীজ ব্যবহার করে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। উখিয়ার এমন কিছু পয়েন্ট পাওয়া গেছে যেখানে অনেক টাকার মাটি ও বালি উত্তোলন করা হয়েছে।
এসব অপরাধের পেছনে একটি প্রভাবশালী গোষ্টির হাত রয়েছে। অন্যদিকে ইজারাকৃত যে খাল বছরে বালি উত্তোলন করে বিক্রি করে ২ লাখ টাকা পাবে না, তার ইজারা হয় ৩০ লাখ টাকা। তাই সরকারী কোষাগারে বাস্তবের অতিরিক্ত টাকা গচ্ছিত করতে গিয়েই ইজারা গ্রহীতাগণ তাদের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালি/ মাটি উত্তোলন করতে একপ্রকার বাধ্য হয়ে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” বুধবার দুপুরে ডিএফও স্যারের নির্দেশে দোছড়ি বিটের দক্ষিণ হরিণমারা লম্বা নুরুল আলমের ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসব অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।