ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে পরিত্যক্ত অবস্থায় ৭ লক্ষ ইয়াবা উদ্ধার

admin
আগস্ট ১০, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ঝাউবাগান থেকে ৭ লাখ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার (৯ আগস্ট) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে টেকনাফে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ আগস্ট) বিসিজি স্টেশন টেকনাফে অভিযান চালানো হয়।

এ সময় একটি ফিশিংবোট সমুদ্র থেকে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভিড়ে এবং ৪টি বস্তাসহ ৪ ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করে ভেতর থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবাগুলোকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।