নুরুল হোসাইন, টেকনাফ:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
আগামী কাল ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, আজ ১৪- ই আগষ্ট, সূর্যোদয়ের সাথে সাথে সাবরাং ৩ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
সকাল ৯ টায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের তিন বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার-৪, (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি ও সকল নেতৃবৃন্দ।
সাবেক এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি,
বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে সাবরাং ইউনিয়নে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় ১২ হাজার মানুষকে গণভোজ আয়োজন করার মাধ্যমে
টেকনাফ উপজেলায় ৭০ হাজার মানুষের গণভোজন আয়োজনের প্রথম ধাপে যাত্রা শুরু করলেন।
১৫ ই আগষ্ট/২৩ উপলক্ষে গরীবের আস্থা ও বিশ্বাসের ঠিকানা সাবেক সাংসদ, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদির সার্বিক সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত খতমে কুরআন, আলোচনা সভা ও গণভোজের আয়োজন অনুষ্ঠিত হয়।
১৪ আগস্ট সোমবার সাবরাং উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ ঘটিকার সময় সাবরাং কৃষকলীগের সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদির সার্বিক সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত খতমে কুরআন, আলোচনা সভা ও গণভোজের আয়োজন অনুষ্ঠিত হয়। সভার শেষে ৪ হাজার মানুষের গণভোজনের খাবার বিতরন করেন বদি।
শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের মাঠে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল হকের সভাপতিত্বে সভাপতি সরওয়ার আলমের সঞ্চালনায় জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়। সভার শেষে ৩ হাজার মানুষকে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
সাবরাং নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে সাবরাং স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মতলব সিকদারের উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলমের সঞ্চালনায় জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়। সভার শেষে ৫ হাজার মানুষকে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উখিয়া টেকনাফের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ,সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, উপজেলা শ্রমীকলীগের সভাপতি শাহাজাহান মিয়া,বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও সাবেক এমপি বদি, শাহীন আক্তার চৌধুরীর ছেলে শাওন আরমান।
উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আরেফা বেগম,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি,সদস্য ওমর ফারুক সিআইপি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কোহিনূর আক্তার,সাধারন সম্পাদক গোলাপজান,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রহমত উল্লাহ,ওয়াজ করিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন বাবু, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ রহমান।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রহমান বদি বক্তব্যে বলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে প্রথম ধাপে ৩ টি কেন্দ্রে ১২ হাজার মানুষের গণভোজের আয়োজন করেছি। পর্যায়ক্রমে আরো
৫ টি ইউনিয়ন,১টি পৌরসভা মানুষের জন্য প্রায় ৫৮ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলায় রূপান্তরের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উখিয়া টেকনাফের লক্ষ্মী আসন জননেত্রী শেখ হাসিনাকে আপনারা উপহার দিবেন। এই আসনে জননেত্রী যাকে যোগ্য ভালো মনে করবে তাকেই নৌকার টিকেট দিবেন আমরা সকলে মিলে নৌকাকে জয় করার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এক সাথে কাজ করে যাব ।
১৫ আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুর পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং জননেত্রী শেখ হাসিনাকে মহান আল্লাহ যাতে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং উনার দীর্ঘায়ু কামনায় সকলে দোয়া করবেন।
সাবরাং নবী হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে বরণ করার মুহূর্তে সমস্যার কথা দাবী করলে প্রধান অতিথি সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি অত্র বিদ্যালয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষনা দেন।
সাবেক সাংসদ বদি আরো বলেন,১২ হাজার মানুষের জন্য বনভোজ আয়োজন করেছি কিন্তু আমি আমার পরিবারের জন্য করি নাই। শুধু করেছি, কাঠুরিদের কথা চিন্তা করে,জেলেদের কথা চিন্তা করে, রিক্সাওয়ালার কথা চিন্তা করে, টম টম ড্রাইভারদের কথা চিন্তা করে , কৃষকদের কথা চিন্তা করে, ক্ষেতে খাওয়া মানুষের কথা চিন্তা করে, সব সময় গরিবের কথা চিন্তা করে, অসহায় মানুষের কথা চিন্তা করেছি। এটাই আমার মূল কাজ।
যতদিন বেঁচে আছি ততদিন গরীব মেহনতি মানুষের পাশে সাহায্য করে যাবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সেন্টমার্টিনে প্রায় ২৫০০ মানুষের গণভোজের জন্য একটি বিশাল আকৃতির গরু, চাউলসহ টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ইতিমধ্যে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
এমপি বদির সার্বিক সহযোগীতায় সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমিক লীগ ও কৃষকলীগের যৌথ উদ্যোগে ১৫ ই আগষ্ট জিনজিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০.৩০ মিনিটের সময় খতমে কোরআন ও আলোচনা সভা এবং গণভোজ অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, আগামী ১৬ তারিখ সকাল ১১ টায় বাহারছড়া ইউনিয়নে সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বদির সার্বিক সহযোগীতায় ১০ হাজার মানুষের জন্য গণভোজনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান।
হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনর রশিদ সিকদার জানান,আগামী ২১ তারিখ হোয়াইক্যং ইউনিয়নে ১০ হাজার মানুষের জন্য গণভোজনের আয়োজন করা হয়েছে। আয়োজনের স্থান হোয়াইক্যং আলি আছিয়া উচ্চ বিদ্যালয় মাঠ,নয়াপাড়া সিরাজুল ওলুম দাখিল মাদ্রাসা মাঠ, খারাংখালী দারুল তৌহিদ বালিকা মাদ্রাসা মাঠে গণভোজনের আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান।
হৃীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোঃ আলী জানান,আগামী ১৮ তারিখ হৃীলা নতুন বাজারে গণভোজনের আয়োজন অনুষ্ঠিত হবে। গণভোজের জন্য সাবেক এমপি বদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মোঃ আলীকে ২লক্ষ টাকা হস্তান্তর করেছেন বদি। অনুষ্ঠানে সাবেক সাংসদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।
টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর জানান, আব্দুর রহমান বদির সার্বিক সহযোগীতায় থেকে গণভোজের আয়োজন চলতে থাকবে। যাহা সাবরাং উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, শাহাপরীর দ্বীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১২ হাজার মানুষের গণভোজের আয়োজন সম্পন্ন হয়েছে। ১৫ ই আগষ্ট সকাল ১১ টা থেকে সেন্টমার্টিন ইউনিয়ন জিনজিরা উচ্চ বিদ্যালয়,১৬ ই আগষ্ট সকাল ১১ টা থেকে বাহারছড়া ইউনিয়ন বড়ডেইল সরকারি প্রাঃ বিদ্যালয়, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, নুরানি মাদ্রাসা পুরানপারা বিদ্যালয়ে গণভোজনের আয়োজন অনুষ্ঠিত হবে।