আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া উপজেলার বালুখালি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী বাহিনীর হামলায় মৃত ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন ( ৩১) নামের একজন ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছে। আহত জসিম বাপা উখিয়া উপজেলা শাখার সম্মানিত নির্বাহী সদস্য হিসেবে নিয়োজিত।
সোমবার (১৪ তারিখ) দিবাগত রাত ১১ টার দিকে বালুখালী স্টেশনে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী জসিম উদ্দিন বাদি হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উখিয়া থানায় অভিযোগ সুত্রে জানা যায়, (আসামী) হামলাকারীরা হচ্ছেন, বালুখালী এলাকার মাহমুদুল হকের পুত্র মোঃ হোছন ছোটন (২৬), নুর আহাম্মদের পুত্র নুরুল হক (২৭) প্রকাশ( ধলু) এবং ছৈয়দ নুরের পুত্র মোঃ ইমন (২৪)।
এ ব্যাপারে ভুক্তভোগী জসিম জানান, উল্লেখিত আসামীরা এলাকায় পাহাড় ও বন খেকো। অবৈধভাবে বৃক্ষ নিধন ও পাহাড় কাটার প্রতিবাদ করায় তারা আমার উপর ক্ষিপ্ত ছিল। তাছাড়া, সন্ত্রাসীরা গত বছর, বালুখালী ষ্টেশনের পশু ডাক্তার ফিরোজ মিয়ার একটি দোকান ঘর (উপরোক্ত আসামীরা) জোরপূর্বক জবর দখল করলে, ফিরোজ মিয়ার দায়েরকৃত মামলায় পিবিআই তদন্তের স্বাক্ষী হিসেবে আমি স্বাক্ষ্য দেওয়ার জেরে উপরোক্ত আসামীরা আমার উপর আরো ক্ষিপ্ত ছিল। পাহাড় কাটা, বন নিধন ও ফিরোজ মিয়ার মামলার স্বাক্ষী হিসেবে স্বাক্ষ্য দেওয়ায় তারা সম্পুর্ন পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে আক্রমন করে। তারা আমাকে অপহরন করার চেষ্টাও করেছিল।
ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা যায়, বালুখালী স্টেশনে রাত ১০ টার সময় ভুক্তভোগী জসিম তার ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে উপরে উল্লেখিত সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে ধারালো দা, লোহার রড়, লাঠি , দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ী মারধর করতে থাকে। ভুক্তভোগী শোর চিৎকার করার পর অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। তখন হামলাকারী সন্ত্রাসীরা ভুক্তভোগী জসিমের কাছ থেকে ব্যবসার নগদ ৮৭ হাজার ৪শত ৮০টাকা, একটি ৩৫ হাজার টাকা মূল্যের মোবাইল হাতিয়ে নেন।
পরে স্হানীয় লোকজন এসে উদ্ধার করে, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এই ঘটনায় জসিমের মাথায় মারাত্মক জখম ও দুই হাতের আঙ্গুলের মারাত্মক ক্ষতি হয়।
ঘটনার ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জসিম নামের একজনের অভিযোগ হতে পেয়েছি। তদন্ত পূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।