ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

admin
আগস্ট ২১, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক :

উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের এইচএসসি-২০২৩ শিক্ষার্ত্থীদের বিদায় ও দোয়া অনুষ্টান অত্র কলেজের আইসিট ভবনে অনুষ্ঠিত হয়।

সোমবার (২১-আগষ্ট-২০২৩) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহলা কলেজ কর্তৃক আয়োজিত উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ইমরান হোসেন সজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক নুরুল আমিন সিকদার, উপজেলা শিক্ষা একাডেমির সুপার ভাইজার বদরুল আলম।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভা পরিচালনা করেন অত্র কলেজের বাংলার অধ্যাপক হেলাল উদ্দিন। অনষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যাপক আবদুল ওয়াহাব ( পদার্থবিদ্যা), মুজিবুল আলম ( ইংরেজি) , তাহমিনা খানম ( সমাজ বিজ্ঞান), ছন্দা চৌধুরী ( অর্থনীতি) , নার্গিস সুলতানা ( যুক্তিবিদ্যা), মৈত্রী বড়ুয়া ( প্রাণিবিদ্যা), নাঈমা জান্নাত ( ব্যবস্থাপনা), আমেনা কাওসার ( উৎপাদন ও বিপণন), সৈয়দা জোবেদা খানম ( রসায়ন), সুমাইয়া আফরিন ( পৌরনীতি) , আবদুল গফুর ( আইসিটি) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছস বিনিময় করেন বিদায়ী শিক্ষার্থী বৃন্দ। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্টানটি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।