ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া সদর মাছকারিয়া থেকে অবৈধ মাটি ভর্তি ডাম্পার আটক।

admin
আগস্ট ২২, ২০২৩ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক:

উখিয়া সদর রাজা পালং ইউনিয়নের মাছ কারিয়া থেকে অবৈধ মাটি ভর্তি ডাম্পার আটক করেছে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে সদর বিটের কর্মকর্তা সাজ্জাদ ও অন্যান্যরা।

সোমবার (২১-আগষ্ট-২০২৩) দিবাগত সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া সদর মাছকারিয়া থেকে ডাম্পার ভর্তি, পাহাড় থেকে মাটি কাটা অবস্থায় আটক করা হয়।
সুত্রে জানা যায়, ফলিয়া পাড়ার চিহ্নিত মাটি খেকো নুরু (৫২, মাঝি) দীর্ঘদিন যাবৎ সদর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রাকৃতিক পাহাড় অবৈধভাবে কেটে মাটি বিক্রি করে আসছিল। তারই সুত্র ধরে, উখিয়া রেঞ্জ অফিসারের নেতৃত্বে সদর বিটের সহযোগিতায় ডাম্পার আটক করতে সক্ষম হয়েছে। উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ উখিয়া ফলাইয়া পাড়া ও মাছকারিয়ার চিহ্নিত মাটি খেকো অবৈধভাবে মাটি, বালি কেটে/উত্তোলন করে আসছিল। গতকাল সুনির্দিষ্ট গোপন সংবাদের প্রেক্ষিতে, সদর বিট কর্মকর্তা ও অন্যান্যরা মাছকারিয়া থেকে পাহাড় কেটে মাটি ভর্তি অবস্থায় ডাম্পার আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।