ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক দূর্যোগের কারনে পিছিয়ে আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

admin
আগস্ট ২৭, ২০২৩ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে গত ১৭-আগষ্ট তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও , প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ দিন পিছিয়ে আজ (২৭-আগষ্ট-২০২৩) রোববার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে । অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজ প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এবারের পরীক্ষায় মাঠে আছে ১০টি বিশেষ পরিদর্শক টিম। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম তদারকের জন্য মাঠে ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল আছে। পাশাপাশি আছে কট্রোল রুম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৩২ জন; ছাত্রী ৫৪ হাজার ৯২৯ জন। গতবারের তুলনায় এবার তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।