আইকন নিউজ ডেস্কঃ
উখিয়া উপজেলার ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সাময়িক বরখাস্ত হয়েছেন।
গতকাল, ৩১ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত, স্মারক নং ৪৬.০০.২২০০.০১৭.২৭০০৬.২৩.৮৬৬, তারিখ: ১৬-ভাদ্র-১৪৩০/৩১-আগষ্ট-২০২৩, অফিস আদেশ সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আদেশে বলা হয়েছে, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ৩টি মামলা, যথাক্রমে:- (১) জি আর ৭০/১৫ (উখিয়া) মামলায় উখিয়া থানার অভিযোগপত্র নং- ১০৮, তারিখ- ১০/১১/১৬, ধারা ১৪৩/১৪৪/১৪৯/৩৪১/৩৫৩/৩০৭/৩৩২/১০৯ দন্ডবিধি যা বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে; (২) দ্রুত বিচার মামলা নং- ২৪/১৮, জি. আর নং-৪৪৩/১৮ (উখিয়া) মামলায় উখিয়া থানার অভিযোগপত্র নং- ০১, তারিখ: ১৬/০১/২০১৯ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, সংশোধনী ২০০৯-এর ৪/৫ যা বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে; এবং (৩) সি. আর মামলা নং- ২৩৫/২২ (উখিয়া), তারিখ: ৩০/১১/২০২২-এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। বর্ণিত ৩টি মামলা বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, কক্সবাজার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন;
যেহেতু, কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
সেহেতু, কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়নের সদ্যবহিষ্কার আদেশপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গফুর উদ্দিন চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তিনি সাময়িক বহিষ্কার আদেশ প্রাপ্ত হয়েছেন বলে জেনেছেন। তিনি পালংখালী ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও জনগনকে শান্ত থাকার এবং কোনপ্রকার উচ্ছৃংখল আচরণ না করার আহবান জানিয়েছেন। আইনগত বিষয়, আইনের মাধ্যমে ফায়সালা হবে বলে তিনি সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ করেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন, যেন আইনী যুদ্ধের মাধ্যমে স্বপদে ফিরে এসে জনগনের সেবা করার সুযোগ প্রাপ্ত হন।