ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’ উখিয়া শাখার মতামত সভা অনুষ্টিত

admin
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, উখিয়া শাখার এক মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯-সেপ্টেম্বর-২০২৩) মাগরিবের পরে,উখিয়া সদরস্থ আরাফাত বিল্ডিং ( ৩য় তলা) এর একটি হলরুমে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া শাখায় উক্ত মতামত সভা অনুষ্টিত হয়। উক্ত মতামত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সাংবাদিক এম আর আয়াজ রবি। মতামত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন, হাজি এম এ হাশেম কন্ট্রাক্টর, মো: শফি কোম্পানি, জয়িতা পুরস্কার প্রাপ্ত উদ্দোক্তা ছেনোয়ারা আক্তার সানি, প্রফেসর সৈয়দা জোবেদা খানম, এনজিও ব্যক্তিত্ব রাহেলা বেগম, বুজুরুজ কোম্পানি, নুর মোহাম্মদ কোম্পানি প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সাংবাদিক এম আর আয়াজ রবি বলেন, বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মৌলনীতির অনুচ্ছেদ ১১ নম্বরে ঘোষনা করা হয়েছে, ” প্রজাতন্ত্র হইবে একটি গন্তন্ত্র,যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মুল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে”। দেশের গণতন্ত্র ও মানবাধিকার সংরক্ষনের লক্ষ্যে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে। এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই মানবাধিকার সংস্থাটি, দেশের অন্যান্য উপজেলার ন্যায় উখিয়া উপজেলায়ও একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি হতে যাচ্ছে। উক্ত কমিটি গঠনকল্পে কেন্দ্রীয় দায়িত্বের অংশ হিসেবে আমি উক্ত সংগঠনের উখিয়া উপজেলা কমিটি গঠন করার জন্য অত্র উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবি মানবতাবাদী ও মানবাধিকার রক্ষার কাজে নিবেদিত মানুষগুলোকে বাছাই করে কমিটি সাজানোর কাজে নিয়োজিত রয়েছি।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সারাদেশে মানবাধিকার, মানবিক মর্যাদা রক্ষার জন্যে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা কমিটি গঠন করে নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করেন। আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি ও সুচকে খুবই নাজুক অবস্থা। হত্যা, গুম, খুন, অপহরণ, অবহেলিত ও নিগৃহীত নাগরিক অধিকার, গনতন্ত্রহীনতা, নিয়ন্ত্রিত ব্যক্তি স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষার জন্য হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

তিনি আরো যোগ করেন-আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর সাথে যুক্ত হয়েছেন তাদের মধ্য থেকে যোগ্যতা, গ্রহনযোগ্যতা ও সামাজিক মানমর্যাদা এবং সংগঠনের প্রতি দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, একাগ্রতাবোধ তথা ভালোবাসার মুল্যায়ন করেই কমিটিকে সাজানো হবে। এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।