ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত উখিয়া থানার সাইফুল আলম

admin
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ
পেশাগত কর্মদক্ষতা, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা করা ও অন্যান্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আগস্ট মাসে কক্সবাজার জেলার শ্রেষ্ট ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হয়েছেন উখিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলম।

শনিবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক বিবেচনায় উখিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলমকে কক্সবাজার জেলার শ্রেষ্ট ওসি (তদন্ত) হিসাবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য যে, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল, সহকারী পুলিশ সুপার রাম প্রসাদ ভক্ত সহ এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।

এক প্রতিক্রিয়ায় উখিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলম বলেন-উখিয়া থানাকে মাদক, ছিনতাইসহ অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। তিনি অপরাধ দমন ও নির্মূলে সকল শ্রেণি পেশার মানুষ ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

উখিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত)সাইফুল আলম তাঁর এই অর্জনের জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল ও উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।