আইকন নিউজ ডেস্কঃ
শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে, সামাজিক, মানবিক ও সৃষ্টিশীল একজন প্রতিভাবান ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতা বজায় রাখতে শিশুদের পাশাপাশি যুবসমাজের মাঝে ইতিবাচক পরিবর্তন এনে সমাজ উন্নয়নে কিভাবে অবদান রাখা যায় তা নিয়ে গতকাল দিনব্যাপী গ্লোবাল ট্রেনিং সেন্টারে উখিয়া উপজেলাসহ ককসবাজার জেলার বিভিন্ন উপজেলার যুবসমাজ ও শিশুদের অনুষ্ঠিত হয়েছে Workshop on Child Care & Youth Engagement in Social Actions. এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলপ ককসবাজারের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসি মুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মাহাবুব কাউসার, উরিয়ামুক্ত স্কাউট গ্রুপ উখিয়া উপজেলা শাখার সম্পাদক জনাব রবিউল হাসান শিমুল, নির্বাহী কমিটির সকল সদস্য, সকল উপজেলার জোন/কো-জোন লিডার্স, মাঠ কর্মী ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী ও Gardenia Language Care (GLC) এর ছাত্র ছাত্রী। পরিশেষে সকলের হাতে সনদপত্র, কুইজ প্রতিযোগীতা ও ফ্রী র্যাফেল ড্র এর পুরষ্কার তুলে দেওয়া হয়।