আইকন নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রগামী ইউথ উখিয়া” র গুণীজন সংবর্ধনা ও টি-শার্ট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১৫ই সেপ্টেম্বর’২৩ইং) সকালে জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রায়হান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেলপ কক্সবাজার এনজিও’র নির্বাহী পরিচালক জনাব আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জালিয়াপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন সিকদার, মাষ্টার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান ও ইমরান আল মাহমুদ। উক্ত অনুষ্টানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন অর্থ সম্পাদক আলা উদ্দিন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পদস্থ স্বেচ্ছাসেবী এবং আমন্ত্রীত অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আবুল কাশেম বলেন “নিজের স্বত্বাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন নতুন পরিচয়ে বিশ্বকে জয় করতে পারো,যুগে যুগে সমাজ গঠনে যুবকেরাই এগিয়ে এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে উখিয়ার যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। উখিয়ায় বার লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে , আন্তর্জাতিক সংস্থাগুলো এসব নিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু আন্তকলহ থামিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পাচ্ছে না। উখিয়ায় যুব সমাজ কে সম্পৃক্ত করার মধ্য দিয়ে ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা সম্ভব।
তিনি বলেন এ ধরনের সংগঠন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তৈরি করা উচিত। তিনি বলেন,যেকোনো কল্যান মুলক কাজে তারঁ সহযোগিতার হাত সবসময় থাকবে বলে আশ্বাস দেন। শুরুতে স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোঃ রায়হান। এ সময় তিনি -সংগঠনের অতীতের কর্মকাণ্ড ও আগামীতে কি কি করবে তার যাবতীয় বিষয়াবলী তুলে ধরেন এবং তাদেঁর লক্ষ্য ও কর্ম পরিকল্পনা সম্পর্কে আমন্ত্রীত অতিথিদের উদ্দেশ্যে অবগত করেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।