ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া সদর বিট পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ায় টেকসই বন ও জীবিকায়ন কর্মসূচির বনায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমীর হোসাইন চৌধুরী।

শুক্রবার (১৫-সেপ্টেম্বর-২৩) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটে সুফল প্রকল্পের ২০২২-২৩ সনে সৃজিত বিরল ও বিপন্ন প্রজাতির বাগান পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকতা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা সরওয়ার আলম, সহকারী বন সংরক্ষক , রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এবং বিভিন্ন বিটের বিট কর্মকর্তা ও স্টাফ বৃন্দ।

পরিদর্শনকালে প্রধান বন সংরক্ষক বলেছেন প্রাণী ও পরিবেশের ভারসাম্য সু রক্ষায় বনের প্রয়োজন। একই ভাবে আত্মসামাজিক উন্নয়নেও বনজ সম্পদের অবদান রয়েছে। হারিয়ে যাওয়া বিরল ও বিপন্ন প্রজাতির বনায়ন নিঃসন্দেহে বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। বিশেষ করে বননির্ভরশীল জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সরকারের সুফল বনায়ন ইতিবাচক কর্মসূচি। এখানে বন নির্ভশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প আয় বর্ধনে সুযোগ রয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান চলতি বছরে ১৮০ হেক্টর সুফল বনায়ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।