ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শিকারীর হাত থেকে উদ্ধার করে ২০০ বককে অবমুক্ত করলেন উখিয়া বনপ্রশাসন

admin
অক্টোবর ২৮, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়া সদরের রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিল থেকে শিকারির কবল থেকে প্রায় ২০০টি সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছেন উখিয়া বন প্রশাসনের নেতৃত্বে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম।

আজ রবিবার (২৮ অক্টোবর) ও গত বৃহস্পতিবার দু’দিনে উখিয়ার বিভিন্ন হাট বাজার ও এলাকা থেকে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এসব বক উদ্ধার করা হয়। এ সময় বক শিকারে ব্যবহৃত ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান,ওয়ালা বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ,বন কর্মী, সিপিসি সদস্যরা ও স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্হানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উখিয়ার বিভিন্ন এলাকার কিছু চিহ্নিত পাখি শিকারি উখিয়া সদর মাছকারিয়া বিলসহ বিভিন্ন বকের অভয়ারণ্যে জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে এসব বক বাজার ও রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করে আসছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাখি প্রাণপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাদা বক কৃষকের অকৃত্রিম বন্ধু হয়ে চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছকারিয়াসহ পাখি অভয়ারণ্য এলাকার কিছু অসাধু ব্যক্তি এই সাদা বক ফাদ পেতে আটক করেন। তাদের শাস্তি’র আওতায় আনতে আমরা অভিযান পরিচালনা করে দু’দফায় প্রায় দু’শ সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছি। এ সময় পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।