ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার গর্ব ফরিদ বিভাগীয় পর্যায়ে এসএমসি’র শ্রেষ্ঠ সভাপতি মনোনীত

admin
অক্টোবর ২৯, ২০২৩ ৪:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

[ এম আর আয়াজ রবি, কক্সবাজার ]

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আলম কন্ট্রাক্টর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এস,এম,সির সভাপতি মনোনীত হয়েছেন।

গত ১১ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও যাচাই বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি মনোনীত হওয়ার পর জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ অর্জন করেছেন তিনি। ইতিমধ্যে তিনি মেধা, প্রজ্ঞা, দক্ষতা ও অভিজ্ঞতায় শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ব্যবস্থাপনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস,এম,সির সভাপতি মনোনীত হন।

এদিকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আলম কন্ট্রাক্টর বিভাগী পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক, সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বিরাজ করছে।

একজন প্রথীথযশা শিক্ষানুরাগী, ফরিদ আলম কন্ট্রাক্টর ২০০৮ সাল থেকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ফরিদ আলম কন্ট্রাক্টর, ১৯৮৩ সালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ , ১৯৮৯ সালে চট্টগ্রামের কাটিরহাট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ১৯৯১ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাস করেন।

ত্বড়িৎকর্মা, এই মহৎ শিক্ষানুরাগী ব্যক্তি এলাকার মসজিদ, মাদ্রাসা, মক্তব সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও সর্বদা এগিয়ে আসেন। তিনি উখিয়া ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। তিনি উখিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সহ গরীব ও এতিম ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় সহায়তা করে আসছেন। তিনি রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসাবে উখিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিগত কমিটিতে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে তিনি ১৯৮০ ও ১৯৯০ দশকের তুখোড় ফুটবল খেলোয়াড়। বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক জনাব ফরিদ আলম উখিয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সাধারণ সস্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

এছাড়াও ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এবং জাতীয় ফুটবলার তৈরির অন্যতম প্লাটফর্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টে দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান বা স্পন্সর করে আসছেন ।

ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আলম কন্ট্রাক্টর তাঁর প্রতিক্রিয়ায় মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাসজ করে বলেন, বিদ্যালয়কে শতভাগ ইউনিফর্মের আওতায় আনার লক্ষ্যে তিনি ২০০৯ সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন ছাত্রছাত্রীকে স্কুল ড্রেস বিতরণ এবং একই বছর নিজের অর্থায়নে নাপিত দ্বারা শিক্ষার্থীদের চুল কাটার ব্যবস্থা করেন। ২০১০ সালের প্রশাসনের সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিজ অর্থায়নে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে বিদ্যালয় আঙ্গিনা দখলমুক্ত করা হয়। ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনায় এবং স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের প্রবেশ মুখে দৃষ্টি নন্দন গেইট নির্মাণ ও প্রচন্ড গরম নিবারণে ২০ টি বৈদ্যুতিক পাখা অনুদানের ব্যবস্থা করি।

২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে প্রায় প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষার্থীর জন্য নিজ অর্থে পরীক্ষা সামগ্রী সহ আনুষ্ঠানিক বিদায়ের ব্যবস্থা করা, ফুটবল দলের জন্য জার্সি, প্রশিক্ষণ, যাতায়াত ও অন্যান্য খরচ নিজেই বহন করা , ২০১৫ সালে সম্পূর্ন নিজ অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বনভোজনের আয়োজনের আয়োজন, ২০১৭ সালে ক্লাসরুম সংকট নিরসনকল্পে রাজাপালং ইউনিয়ন পরিষদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং স্থানীয় জনগণের আর্থিক অনুদানে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন সম্প্রসারণ করা হয়। এ ছাড়াও তিনি বিদ্যালযের সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি এবং ২০২৩ সালে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।