ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দফা অবরোধ শুরুর পুর্বরাতে, ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুটি বাসে আগুন

admin
নভেম্বর ১২, ২০২৩ ৩:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় অবরোধ শুরুর পুর্ব রাতেই, ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ নভেম্বর’) রাত ৮টার পর নটর ডেম কলেজের সামনে ও গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দুটি ঘটনা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে’।

রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

অপরদিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে’।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।