আইকন নিউজ ডেস্কঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে বিনা প্রতিদ্ধন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ।
গত শনিবার ( ১৮-নভেম্বর) বিকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার সোহেল মিয়ার সভাপতিত্বে , বিদ্যালয়ের হলরুমে নব নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি ৫ বারের মতো সভাপতি নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক খাইরুল বশর, সিনিয়র শিক্ষক বাবু খোকন কান্তি দাশ, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, নব নির্বাচিত সদস্য যথাক্রমে শাহ কামাল, আবদুল হক, কবির আহমদ, হামিদ হোসেন ও মহিলা সদস্য সুফিয়া বেগম প্রমুখ।
আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ বর্নাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সদ্য বিদায়ী ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তিনি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব জাহেদ আলম চৌধুরীর মেঝ ছেলে। তিনি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্টান পরিচালনা কমিটির সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষী। তিনি সকলের নিকট সহযোগিতা ও দোয়া চেয়েছেন।