ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৫ম বারের মতো ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন হারেজ

admin
নভেম্বর ২১, ২০২৩ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আইকন নিউজ ডেস্কঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে বিনা প্রতিদ্ধন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ।

গত শনিবার ( ১৮-নভেম্বর) বিকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার সোহেল মিয়ার সভাপতিত্বে , বিদ্যালয়ের হলরুমে নব নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি ৫ বারের মতো সভাপতি নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক খাইরুল বশর, সিনিয়র শিক্ষক বাবু খোকন কান্তি দাশ, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, নব নির্বাচিত সদস্য যথাক্রমে শাহ কামাল, আবদুল হক, কবির আহমদ, হামিদ হোসেন ও মহিলা সদস্য সুফিয়া বেগম প্রমুখ।

আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ বর্নাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সদ্য বিদায়ী ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তিনি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব জাহেদ আলম চৌধুরীর মেঝ ছেলে। তিনি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্টান পরিচালনা কমিটির সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষী। তিনি সকলের নিকট সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।